কাজল মিত্র,
রাজ্যে সরকারের নির্দেশ অনুযায়ী করোনার সব বিধি মেনে সালানপুর ব্লকের বিভিন্ন স্কুল খোলা হল ।সালানপুর ব্লকের আছড়া রায়বলরাম উচ্চ বালিকা বিদ্যালয়, আছড়া যোগ্গেস্বর ইনস্টিটিউট,কল্যানেশ্বরী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে বিদ্যালয়ের শ্রেণী কক্ষ গুলি স্যানিটাইজার করে আজ থেকে খোলা হলো।আছড়া যোগ্গেস্বর স্কুলের প্রধান শিক্ষক নিখিল দত্ত ও রায় বলরাম স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দিরা ঘোষ জানান সরকারি বিধি নিষেধ মেনেই স্কুল কক্ষে ছাত্র ছাত্রীদের পড়ানো হল। আজ ছাত্র ছাত্রীদের সংখ্যা কম থাকলেও প্রতিটি অভিভাবকদের সঙ্গে বৈঠকের ডাক দেওয়া হয়।তাদের সরাসরি জানিয়ে দেওয়া হয় ছাত্র ছাত্রীদের স্যানিটাইজার, মাস্ক ও টিফিন নিয়ে বিদ্যালয়ে নিয়ে আসতে হবে। তাছাড়া বিদ্যালয়ের মধ্যে মাক্স ও স্যানিটাইজারের ব্যাবস্থা রাখতে হবে,শিক্ষক সহ ছাত্র ছাত্রীদের শারীরিক অবস্থা ভালো থাকলে বিদ্যালয়ে আসতে হবে। বিদ্যালয় খোলা নিয়ে এক ছাত্র জানান তারা খুব খুশি স্কুল খোলা নিয়ে, একটু ভয় থাকলেও যদি সব রকম সাবধানতা নেওয়া হয় তবে ভয়ের কোনো কারণ নেই।
1,231 12,89,834