সাধন মন্ডল,
অভিযোগ, সারেঙ্গা বাজারে সারেঙ্গা পোস্ট অফিসের পোস্ট মাস্টার অভদ্র আচরণ করলেন গ্রাহকদের সাথে। এখানে উল্লেখ্য সারেঙ্গা পোস্ট অফিসের পোস্ট মাস্টার জীতেন বাবুর বিরুদ্ধে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ তুলছিলেন। বিশেষ করে আধার কার্ড তৈরি ও কোন স্পিড পোস্ট পাঠাতে গেলে তাদের হয়রানি করা হচ্ছিল, আবার বেশি টাকা নিয়ে তাড়াতাড়ি করে দেওয়াও হচ্ছিল বলে অভিযোগ। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে সারেঙ্গা পোস্ট অফিসে হাজির হয়েছিলাম আমরা। সেখানেই আমাদের সহকর্মী বনমালী সন্নিগ্রহি একটি স্পিড পোস্ট করতে গেলে তাকে বলা হয় এখন হবে না। জানতে চাওয়া হলে তিনি বলেন সেটা বলা যাবে না। কখন হবে বা কেন হবে না জানতে চাইলে তিনি মেজাজ হারিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন সাংবাদিক কে। (যা আমাদের গোপন ক্যামেরায় বন্দী রয়েছে) এরপর বলেন দু ঘন্টা পরে আসুন একথা সংশ্লিষ্ট বিভাগে জানালে তারা লিখিত অভিযোগের কথা বলেন সেইমতো বাঁকুড়া হেড পোস্ট অফিসের সুপারিনটেনডেন্ট কে অভিযোগ পত্র পাঠানো হয়। দু ঘন্টা পরে গেলে তিনি উত্তেজিত হয়ে বলেন আগে আপনার অভিযোগ প্রত্যাহার করুন এবং ক্ষমা চান তা না হলে আপনার কোন কাজ হবে না। একজন আধিকারিক অফিসের চেয়ারে বসে সাধারন মানুষকে পরিষেবা দেওয়ার বদলে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কি এই ধরনের আচরণ করতে পারেন? এর বিচার হবে কি? প্রশ্ন সাধারণ মানুষের।
1,510 12,89,834