ভালোবাসা ভালোবাসা,
স্বপ্না ব্যানার্জ্জী,
অতীতে ফিরে যেতে চায় মন
এ যে কল্পনা, বাস্তবে মিলবে না
তবুও নারীর কোমল হৃদয়
মাঝে মাঝে অতীতে দেয় উঁকি,
বাস্তব সত্য, বাকি সব একই,
কাব্য কে পিছু ফেলে পথে আজ বনলতা
দৃঢ় পায়ে দাঁড়িয়ে মুখে নেই কোন কথা
ভালোবাসার মুক্তাঙ্গণে খুঁজি স্বপ্নিল রামধনুর রাজপথ
বসন্তের কোকিল গাইছে কুহুগান,
অবুঝ মন উষ্ণতা খোঁজে তোমার আদর ভালোবাসার
পাগলা হাওয়ার দোলায় মেতে রাঁঙা মাটির পথে
চলো চলে যাই মন হারানোর দেশে,
আজ ৮ ই ফেব্রুয়ারি, আমাদের ভালোবাসার দিন, ভালোবাসার রাত,
শাল পিয়ালের পাহারাতে গন্ধ মেখে থাকে বুনো ফুল
মাথার উপর টুকরো চাঁদের নাচন
জোনাকির চকমকানি, স্বপ্ন দেখার নেশা
চলো নদীর ঢেউয়ের ছলাৎ ছলাৎ আওয়াজে মিশি,
নইলে চলো পলাশ বনে মনের আগুনে পরিতৃপ্ত হই,
দূর পিয়াসী দুইটি হিয়ায় নতুন দুটি জীবন হবে একাকার,
হলুদ সাজে সাজবো আমি মাথায় পলাশ গুঁজে
বইয়ের মাঝে লুকানো গোলাপকে নেবো নাবুঝে
নদীর পাড়েও বসবো, আনন্দে মাতবো, হৃদয় উঠবে নেচে
একান্তে তোমার সঙ্গ চাই, বর্তমানের গতি পেরিয়ে
চলো না অতীতে কিছুক্ষণ হারিয়ে যাই।
1,562 12,89,834