আমিরুল ইসলাম,
আবারো বিজেপির ভাঙ্গন মঙ্গলকোটে, অনুব্রত মণ্ডলের হাত ধরে প্রায় চল্লিশটি পরিবার তৃণমূল কংগ্রেসে।
আজ মঙ্গলকোটের মাথরুন হাইস্কুলে মহিলা তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল।
উপস্থিত ছিলেন মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল।
অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপির প্রায় চল্লিশটি পরিবার আজ যোগদান করলো তৃণমূল কংগ্রেসের।
এরমধ্যে 51 নম্বর মন্ডলের যুব মোর্চার সভাপতি শুভদীপ অধিকারী ও মহিলা মোর্চার সভাপতি বুল্টি দাস যোগদান করেন।
481 12,89,834