খায়রুল আনাম,
বীরভূম : বোলপুরের লায়েকবাজার ও পূর্ব বর্ধমানের ভেদিয়ায় অভিযান চালিয়ে বোলপুর পুলিশ উদ্ধার করলো চারটি চুরি যাওয়া মোটরবাইক। এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করে, তাদের কাছ থেকে এই মোটরবাইক চুরি চক্রের হদিশ পেতে তৎপরতা শুরু করেছে।।
1,371 12,89,834