খায়রুল আনাম,
বীরভূম : ভোটের পারদ চড়ছে। এবার দেওয়াল দখল ও লিখনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাধলো বোলপুর পুরসভা এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে। বিজেপির আগে থেকে দখল করে রাখা দেওয়ালে তৃণমূল কংগ্রেস দেওয়াল লেখা শুরু করলে তার প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা। তৃণমূলের দাবী, ওই দেওয়ালে দখল তারা আগেই নিয়েছে। এ নিয়েই বাদানুবাদে বেধে যায় ধুন্ধুমার কাণ্ড। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও, এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।