সাধন মন্ডল,
ওয়েস্ট বেঙ্গল এম জি এন আর ই জি এ এর অল এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের ডাকে গত চৌঠা ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু হয়েছে। এছাড়া এই বিভাগের সাথে যুক্ত চুক্তিভিত্তিক কর্মচারীরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। তাদের দাবি 60 বছর বয়স পর্যন্ত চাকুরীর নিশ্চয়তা ও বেতন কাঠামো পরিবর্তন করা। বিভাগের কর্মীরা বলেন আমাদের দাবি-দাওয়া নিয়ে আমরা গত ৩রা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের সামনে অবস্থান-কর্মসূচী পালন করি করি। তাতে সরকারিভাবে কোনো রকম সহানুভূতি বা বিবেচনা করা হয়নি। তাই আমরা আমাদের দাবিগুলো নিয়ে পথে নামতে বাধ্য হয়েছি। আমাদের কর্মবিরতি কর্মসূচি চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে কর্মীরা জানান। জঙ্গলমহলের রায়পুর সারেঙ্গা, রানীবাঁধ, সিমলাপাল,তালডাংরা,ব্লকেও তার ব্যতিক্রম হয়নি। এম জি এন আর ই জি এ। এর কর্মীরা যদি তাদের কর্ম বিরতি থেকে সরে না আসেন তাহলে আগামী দিনে ১০০ দিনের কাজের সাথে যুক্ত থাকা সমস্ত মানুষ অত্যন্ত অসুবিধার মধ্যে পড়বেন. । বিশেষ করে ১০০ দিনের কাজের সাথে যুক্ত যারা তারা তাদের ন্যায্য মজুরি পাওনা থেকে বঞ্চিত থাকবেন। এলাকার বিভিন্ন শ্রমিকদের সাথে এ বিষয়ে কথা বললে তারা বলেন সরকারিভাবে যত শীঘ্র সম্ভব বিষয়টি মিটিয়ে নেওয়া হোক না হলে আমরা কাজ করেও প্রাপ্ত মজুরি থেকে বঞ্চিত থাকবো। উল্লেখ্য আজ প্রায় তের বছর ধরে এগারো হাজারেরও বেশি এই বিভাগের কর্মীরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা স্তরে একশো দিনের প্রকল্পে সুষ্ঠুভাবে কাজ করে আসছেন এবং খুশির খবর এটাই তাদের হাত ধরেই আজকে একশ দিনের কাজে রাজ্য সরকার সেরার সম্মান পেয়েছেন অথচ এই কাজের সাথে যুক্ত কর্মীরা যে তিমিরের সেই তিমিরেই রয়েছেন।