সুরজ প্রসাদ,
রাজ্যের সমস্ত বন্ধ স্কুল খোলা সহ সাত দফা দাবীতে ডেপুটেশন দিলো ন্যাশানাল কাউন্সিল অফ উন-আদিদ স্কুল অর্গানাইজেশন। তারা ডিষ্ট্রিক প্রোজেক্ট অফিসার(শিক্ষা) কাছে ডেপুটেশন জমা দেন। তাদের মূল দাবী, করণা আবহে দীর্ঘ দিন ধরে বন্ধ স্কুল অবিলম্বে খুলতে হবে। স্কুল বন্ধ থাকার জেরে আর্থিক অনটনের মধ্যে রয়েছে বেসরকারি স্কুলের ৩লক্ষ ৩০হাজার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা।এর জেরে সারা রাজ্যের সাথে আন্দোলনে নেমেছে এই সংগঠনের পূর্ব বর্ধমান জেলার শিক্ষক,শিক্ষিকারাও। আন্দোলনের মাধ্যেমে বন্ধ শিক্ষা ব্যবস্থা কে সচল করার ডাক দিয়েছেন বলে জানান এন.সি.ইউ.সি.ও জেলা সম্পাদক শেখ আব্বাস আলি। এছাড়া আরো দাবী গুলি হলো, পরিস্থিতিতে শিক্ষক ও শিক্ষা কর্মীদের বরাদ্দ ঘোষনা করতে হবে। ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে সরকারি বা বেসরকারি বৈষম্য দূর করা ও ঐকশ্রী স্কোলারসিপ দিতে হবে বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের।
515 12,89,834