আগামী বিধানসভাকে ঘিরে বারাবনি বিধানসভায় চার মন্ডলের সকল কর্মীদের নিয়ে কর্মিসভা ।
কাজল মিত্র,
,সালানপুর :-আগামী বিধানসভা 2021 কে সামনেরেখে সালানপুর ব্লকের বিজেপি ব্লক মন্ডল এর পক্ষ থেকে জিতপুর পাঁচয়েতের কুসুমকানালি মোড় সংলগ্ন এক সভাগারে বারাবনি বিধানসভায় চারটি মন্ডলের সকল বুথ কর্মীদের নিয়ে কর্মী সভার আয়োজন করা হয় এই এই সভার সভাপতিত্ব করেন সালানপুর মন্ডল প্রেসিডেন্ট গোপাল রায় ।তার নেতৃত্বে এই কর্মী সভা এর সাথে সাথে একটি বাইক রেলী করা হয় কুসুমকানালি মোড় থেকে কল্যানগ্রাম পর্যন্ত যেখানে বহু সংখ্যক বাইক এই রেলিতে অংশগ্রহণ করে ।
বিজেপি সালানপুর মন্ডল সভাপতি গোপাল রায় জানায় আগামী বিধান সভা কে সামনে রেখে সালানপুর ব্লকের সমস্ত বুথ কর্মীদের নিয়ে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছে ।বুথ গুলো যাতে শক্তিশালী করা যায় এবং যাতে জয় সুনিশ্চিত করা যায় তার পরিপ্রেক্ষিতে এই সভা তাছাড়া তৃণমূল কে উৎখাত করতে এবং কর্মী ও এলাকার মানুষের উৎসাহ বাড়ানোর জন্য
একটি বাইক রেলী করা হয় ।এবারে সাধারণ মানুষ পরিবর্তন চাই কারন আগের বাড়ে তৃণমূল কে সরকারে বসিয়ে যে ভুল করে চে সেই ভুল আর করতে চাইনা ।তাই।এবারে বারাবনি বিধানসভায় মানুষ তৃণমূলকে হারিয়ে বিজেপির সরকার ঘটন করবে ।কারন এই সরকার কোন উন্নয়ন করেনি ।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,বারাবনী ৪নং মণ্ডলের সভাপতি গোপাল রায় ,বিজেপির জেলার শ্রমিক সংগঠনের বিশিষ্ট নেতা মনোজ তেওয়ারী। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মবিন খান, বিজেপি সালানপুর মন্ডলের সাধারণ সম্পাদক মনোজ বাউরি,সম্পাদক বিশ্বজিৎ তেওয়ারি ,বারাবনী বিধানসভার কনভেবার অতনু চক্রবর্তী প্রাক্তন সভাপতি বারাবনী ৪নং মণ্ডলের এবং জেলার সদস্য মন্টু গাঙ্গুলি জেলা সদস্য বাদল পাল ,জেলা সদস্য গোপী গরাই, যুব মোর্চার সভাপতি উৎপল লায়েক, বাবন মণ্ডল, উজ্জ্বল মন্ডল জেলা সদস্য, জেলার সহ সভাপতি তাপস দাস,কনভেনার অশোক জৈন মহাশয়, শুভাশীষ ভট্টাচার্য,
316 12,89,834