ন’য়ের অন্তমী
- অমিতাভ বন্দ্যোপাধ্যায়
বছর ন’য়ের তাজা কুঁড়ি
পাপড়ি মেলার এইতো বয়স,
অকস্মাৎ ঝরিয়ে দিলো
কাকুর মতো বুড়ো রাক্ষস !
তারা রাও তো খসে পরে
মাঝ আকাশে হটাৎ করে,
তুই তো মেয়ে উড়তে চাইলি
আকাশ পেলি না এ সংসারে !
অনেক কষ্ট – অনেক লড়াই
করেছিলি মা জেতার আশায়,
জীভ জড়িয়ে ঘেন্না ওঠে
ক্রোধের আবেশ কান্না মেশায় !
চিৎকার করে বলতো তোরা
যে বা যারা কন্যে আছিস,
ভয় পাস না , পিছিয়ে যাস না ,
মরার আগে শেষবার বাঁচিস ।
আগুন নিয়ে খেলতে গেলে
আগুন দিয়ে জ্বালিয়ে দিস,
যে চোখ দিয়ে লোভ ঠিকরায়
সে চোখে তে ঢালিস বিষ !
যে হাত ওঠে বলাৎকারের
সে হাত ভেঙে গুঁড়িয়ে দিবি,
যে হিসেবে অঙ্ক মেলে
সেই হিসেবেই জবাব নিবি !
- © অমিতাভ বন্দ্যোপাধ্যায় ।
181 12,89,834