সুরজ প্রসাদ,
বর্ধমানের পালিতপুর গ্রামে উৎসব উপলক্ষে মেলায় জুয়োর আসর বসানোর অভিযোগে বর্ধমান থানার পুলিশ পালিতপুর এলাকা থেকে মির সেন্টু মল্লিক এবং শেখ নঈমুদ্দিন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পাশপাশি গতকালই শহরের কেষ্টপুর এলাকার একটি জুয়োর ঠেক থেকেও আরো সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে , শহর জুড়ে অবৈধ মদ,গাঁজা, জুয়োর ঠেকে নিয়মিত অভিযান চালানোর সময় গতকাল কেষ্টপুর এবং পালিতপুর থেকে ৯জনকে জুয়ো খেলার অভিযোগে গ্রেফতার করা হয়। জানা গেছে, মির সেন্টু মল্লিক এবং শেখ নঈমুদ্দিন ধৃত দুই ব্যক্তির বাড়ি বীরভূমের নানুর থানা এলাকায়। বাকিরা বর্ধমানের বাসিন্দা।