সুরজ প্রসাদ,
করোনা আবহ কাটিয়ে বর্ধমান শহরে শুরু হতে চলেছে সবচেয়ে বড় উৎসব ‘কাঞ্চন উৎসব’। এই উৎসব ১৩তম বর্ষে পা দিলো। ৬ইফ্রেরুয়ারি কাঞ্চন উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের দমকল দপ্তরের মন্ত্রী সুজিৎ বসু। উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা তুষার কাপুর,অভিনেত্রী মহিমা চৌধুরী, রাজ্যে দুই মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ সহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা বলে সাংবাদিক সম্মেলনে জানান কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস। কৃষি,শিল্প,চিত্র,পুষ্প সবমিলিয়ে ৬ থেকে ১৪ফ্রেরুয়ারি এই ৯দিন ধরে চলবে এই মিলন উৎসব। অন্যান্য বারের মতো এবারও উৎসবের মূল আকর্ষণ মুম্বাইয়ের খ্যাতিসম্পন্ন গায়ক ও গায়িকারা