রক্তাক্ত কৃষক,
স্বপ্না ব্যানার্জ্জী,
সকালে সুখের সূর্য কতদিন দেখেনি
আমি ছাপোষা গরীব কৃষক
জীবনে আছে আমার বেকারত্বের যন্ত্রণা
কষ্ট করে শিখেছিলাম কিছু পড়াশোনা
বাংলা ভাষার গর্ব নিয়ে সোনার ফসল ফলাই
নিত্য নুন আনতে পান্তা ফুরায় আমার
তপ্ত দুপুরে সারা ঘাম গায়ে ক্লান্ত পরিশ্রান্ত
নিষ্ঠুর নির্মম ভাগ্য বেকারত্বের যন্ত্রণায় উচ্চতলার পদাঘাতে
কদর্য নির্লজ্জতায় রক্তাক্ত আমি ও আমার কৃষক বন্ধুরা
সুখ খুঁজতে গিয়ে হাতড়ে মরেছি প্রতিনিয়ত
সকল কৃষক বন্ধু দিন রাত খাটে ফলায় ফসল
সোনার ফসল তোলে ঘরে আখের গোছায় উচ্চতলে,
জীবন সংগ্রাম প্রতিনিয়ত প্রতারিত হতে হতে
আজ মরিয়া কোন ঠাসা মুক্তি খোঁজে,
পরাধীনতা শৃঙ্খল আর রক্তাক্ত দেহ বহন করার আর
রক্তচক্ষুকে সহ্য করার জায়গা নেই অবশিষ্ট
প্রতিবাদী জীবনই হোক বাঞ্ছিত
পাশে কেউ থাক বা না থাক
শ্লোগান তুলতে হবে একলা চলার
পথ যতই হোক কাঁটায় ভরা
স্বাধীনতা আমারও জন্মগত অধিকার…..
1,558 12,89,834