সেখ সামসুদ্দিন,
মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম জনসংযোগে বেরিয়ে মেমারি শহরের বিভিন্ন মন্দির সোমেশ্বরতলার শিবমন্দির, রক্ষা কালীতলায় কালীমন্দির পরিদর্শন করেন। কালীতলায় মন্দিরে মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে প্রার্থনা করেন অশুভ শক্তির বিনাস করো, শুভ শক্তি জাগ্রত হোক। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেস সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব। এখান থেকে বেরিয়ে ব্লক তৃণমূল অফিসে রাজনৈতিক মিটিং করেন। সেখানে নির্বাচনী প্রচার সহ মুখ্যমন্ত্রীর পূর্ব বর্ধমানে আগমনের পূর্বে প্রস্তুতি সভা করা হয়। উপস্থিত শহর ও ব্লক নেতৃত্ব।
274 12,89,834