সাধন মন্ডল,
সারেঙ্গা ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে সারেঙ্গা ব্লকের স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের ছাগল পালনের উদ্দেশ্যে এক একটি দলকে একুশটি করে ছাগল দেওয়া হলো। গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে ছাগল দেন সারেঙ্গা ব্লক প্রাণিসম্পদ আধিকারিক তপন কুমার পাঙ্গাস ও সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম। এছাড়া উপস্থিত ছিলেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা লোহার, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুভাষ মাইতি, প্রাণিসম্পদ বিভাগের প্রাণী মিত্রা ও প্রাণী বন্ধুগণ। ছাগল পেয়ে খুশি চিলতোড় গ্রাম পঞ্চায়েতের বানপুর গ্রামের সুতপা কুম্ভকার। মিঠুরানী কুম্ভকার রা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ব্লক প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় আমরা এই ছাগলগুলি পেলাম এগুলি আমরা পালন করব যা থেকে আমাদের আয় বাড়বে। এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। ছাগল বিতরণের পর সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন মহিলাদের আত্মনির্ভর করতে বর্তমান সরকার নানান পরিকল্পনা গ্রহণ করেছেন তার মধ্যে এটি একটি অন্যতম।। বিভিন্ন প্রাণী পালনের মাধ্যমে স্বয়ম্ভর দলের মহিলারা রোজগার করবে পাশে আছে মানবিক সরকার।। এলাকার মায়েরা আত্মনির্ভর হতে চাইলে তাদের পাশে রয়েছে ব্লক প্রশাসন।