আমিরুল ইসলাম,
বিয়ের আগের রাত্রিতে বিয়ে বন্ধ মঙ্গলকোটের পালিশগ্রামের এক স্কুলছাত্রীর,এলাকায় চাঞ্চল্য।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক এর পালিশ গ্রামে আগামীকাল এক দশম শ্রেণীর ছাত্রীর বিয়ে ছিল।
প্রশাসনের কাছে গোপন সূত্রে খবর যায়।
মঙ্গলকোট থানার বিশাল পুলিশবাহিনী ও ব্লক প্রশাসন এসে সেই নাবালিকার বিয়ে বন্ধ করে দিল আজ।
আগামীকাল ওই নাবালিকার বিয়ে ছিল ভাতারের সন্তোষপুর গ্রামে।
ওই নাবালিকা পালিশগ্রাম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল।
প্রশাসন সুত্রে খবর ওই নাবালিকার বাবা লিখিত দিয়েছেন আঠারো বছর বয়স না হলে মেয়ের বিয়ে দিবেন না।
ওই নাবালিকার বাবা জানান আমরা আইনের অত কিছু জানতাম না,প্রশাসনের আধিকারিকরা বললেন 18 বছর না হলে বিয়ে দেয়া যাবে না, আমি তাই আঠারো বছর বয়স হলে মেয়ের বিয়ে দেবো।
সমগ্র ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলকোটের পালিশ গ্রামের পশ্চিম পাড়ায়।
155 12,89,834