বরাকরে মাটির নিচে তলিয়ে গেল বাড়ি আতঙ্কে এলাকাবাসী
কাজল মিত্র,। :- কুলটি থানার বুধবার সকালে বরাকরের ৬৭ নম্বর ওয়ার্ডের হাজী নবী নগর এলাকার একটি ভয়াবহ ভূমিধস ঘটে।এই ভূমি ধসের কারনে একটি বাড়ির মেঝে পুরোপুরি ধসে গেছে। এছাড়াও, তিন বা চারটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন,এই ধসের ফলে মাটির নিচে এক যুবক চাপা পড়ে যাকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কোনোমতে তাকে বাঁশ দিয়ে উদ্ধার করে।যদিও সেরকম তার কোন আঘাত পায়নি।তবে বাড়ির যাবতীয় জিনিসপত্র মাটির তলায় চলে যায় ।তিন মাস পর তার বিয়ে হবার কথা। ঘটনার খবর দেওয়া হয় উদ্ধারকারি দলকে ও বরাকর ফাঁড়ির পুলিশকে।খবর পেয়ে উদ্ধার কারী দলের কর্মকর্তা অপূর্ব ঠাকুর জানান, জমিটি বিসিসিএলের। সুতরাং তাদের পরিকল্পনা জানার পরেই ধসের কারণ জানা যাবে।অন্যদিকে, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি সহ তাবাসুম আরা ওই এলাকায় যান।
এদিন তাবাসুম আরা বলেন যে এটি একটি ভয়াবহ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।এই এলাকায় বাসিন্দাদের রাখা যাবে না তাদের অন্যত্র পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে। যদিও পরে তাবাসুম আরা সহ একাধিক পুরো বোর্ডের সদস্যরা সকলে মিলে এরিয়া অফিসে গিয়ে বিসিসিএলের 12 নম্বর এরিয়া ম্যানেজার কে সমস্ত বিষয়টি জানান এরপরই ম্যানেজার সিদ্ধার্থ দাস ঘটনাস্তলে এসে ঘুরে দেখেন এবং তিনি বলেন প্রশাসনের সাথে কথা বলছি ও পুনর্বাসনের ব্যবস্থা করছি।