সুরজ প্রসাদ,
এন.আর.সি বিরোধী নাগরিক কমিটি পক্ষ থেকে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা। এদিনের সভায় থেকে দিল্লীতে চলা কৃষক আন্দোলন কে পূর্ণ সমর্থন জানানো হয়। তাদের দাবী, কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার কৃষি আন্দোলন কে দমন করতে ক্ষমতা পর্দশন করছে। জনতার ট্যাক্সের টাকায় তৈরী রাস্তা কেটে দিয়ে তাতে পেরেক পুতে ব্যারিকেড দিয়ে কৃষক আন্দোলন কে আটকানো যাবে না। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় কৃষকরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করলেও তাদের উপর পুলিশ দিয়ে আক্রমন চালাচ্ছে কেন্দ্র সরকার। একটাই দাবী, কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করতে হবে।
319 12,89,834