সুরজ প্রসাদ,
শহরের ফ্ল্যাট থেকে বর্ধমানের এক মহিলা কলেজের ভূগোলের অধ্যাপকের মৃতদেহ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি বর্ধমান কেষ্টপুর মেঘনাথ সাহাপল্লি এলাকায় ।
কলেজের এক অধ্যাপককে খুনের অভিযোগ উঠলো স্ত্রীর বিরুদ্ধে। মৃতের নাম মহম্মদ আকতার হাসিনুর রহমান(৪০)।বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানার একডালায়।মহম্মদ আকতার হোসেনুর রহমান বর্ধমান এক মহিলা কলেজের ভূগোলের অধ্যাপক। তিনি বর্ধমানের কৃষ্ণপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে সস্ত্রীক থাকতেন।জুলাই মাসে হাসিনুর রহমানের বিয়ে হয় সুহানা পারভীনের। এটা তাঁর দ্বিতীয় বিয়ে।
মৃতের স্ত্রী ঘটনার পর থেকেই বেপাত্তা। হাসিনুর রহমানের বাবা মুজিবর রহমান বলেন বুধবার সকালে বৌমা তাঁকে ফোন করে।তাঁকে বলা হয় হোসেনুর রহমান খুব অসুস্থ। তাদের তাড়াতাড়ি আসতে বলা হয় বর্ধমানে। তিনি বর্ধমানের কৃষ্ণপুরের বাড়িতে গিয়ে দেখেন ছেলে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। খবর দেওয়া হয় বর্ধমান থানায়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে নিয়ে যায়।
1,682 12,89,834