ভাগ,
দীপঙ্কর চক্রবর্ত্তী,
সেদিনই ভাগ হয়েছিল জীবনের ছন্দ
অবিকল সেই ভাঙ্গনের কবল থেকে
আজো নিস্তার পাই নি,
মুছে ফেলতে পারি নি একতার সুর
যে বন্ধন রোপন করেছিল পূর্বপুরুষ
তাতে এখন মরচে ধরেছে।
সাদা পাতায় আর ফুটে ওঠে না অক্ষর
নিভৃত বনভূমিতে বেড়ে চলতে চাই
সেখানেও দু ভাগ হতে হয় প্রতিনিয়ত
এ সংগ্রামে মানে অতিব সহজ
তবু এখানে ফিরে ফিরে আসেন মুনী ঋষীর দল
তারা আচমন করেন,উপনিষদের সুরে
ভোরের সূর্য্যের তপস্যা করতে করতে
একদিন এ মাটিতে আবার নিশ্চই
সুন্দর ফুল ফুটবে,পাখি ডাকবে
আর সুন্দর মনের মানুষ ফিরে আসবে।
826 12,89,834