আমিরুল ইসলাম,
বর্তমানে চলছে বোরো চাষ, তাই মানুষের কথা চিন্তা করে বাড়ি-বাড়ি পোলিও টিকাকরণ ভাতারের মুরাতিপুরে।
গোটা রাজ্য জুড়ে আজ পাস পোলিও টিকাকরণ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
ভাতারের মুরাতিপুর এ দেখা গেল অন্য ছবি।সাধারণ মানুষের কথা চিন্তা করে বাড়ি-বাড়ি পোলিও টিকাকরণ করলেন স্বাস্থ্যকর্মীরা।
স্বাস্থ্য কর্মীরা জানান অধিকাংশ সিডুল কাস্ট, সিডুল ট্রাই পাড়াতে মানুষজন মাঠে বোরো ধান চাষ করতে চলে যাচ্ছে। এর ফলে পাস পোলিও কেন্দ্রে টিকাকরণ করতে যাচ্ছেন না মানুষজন।তাদের কথা চিন্তা করে আজ আমরা মুরাতিপুর এর আদিবাসী পাড়ায় বাড়ি বাড়ি পাস পোলিও টিকাকরণ করছি।
স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে খুশি হয়েছেন সাধারণ মানুষ।
493 12,89,834