আমিরুল ইসলাম,
ভাতারে আবার এক মৎস্য ব্যবসায়ীর রাজ্য সরকার লটারি কিনে ১ কোটি টাকা পুরস্কার জিতলেন।
পূর্ব বর্ধমান জেলার ভাতার এর বানেশ্বরপুর এক মৎস্য ব্যবসায়ী, রাজ্য সরকারের লটারি টিকেটের প্রথম পুরস্কার জিতে নিলেন এক কোটি টাকা।
ওই মৎস্য ব্যবসায়ী নাম রফিকুল ইসলাম ওরফে ভোলা।
প্রত্যেকদিন কার মতো তিনি যখন মাছ বিক্রি করে ভাতার বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন সেই সময়ে ভাতার রেলস্টেশনে, মেনুকা বেগমের দোকানে 30 টাকা দিয়ে 5 সেমের একটি লটারি টিকিট কিনেন।
মৎস্য ব্যবসায়ী, রফিকুল ইসলাম ওরফে ভোলা জানান, এর আগেও আমি লটারি টিকিটের টাকা পেয়েছি। কিন্তু প্রথম পুরস্কার আমি পাইনি।
এই টাকা নিয়ে আমি একটা ভালো বাড়ি করব। পাশাপাশি আমার মাছের ব্যবসা বাড়াবো।
রফিকুল ইসলামের ছেলে বাপন শেখ জানান,বাবার কাছ থেকে খবর পেলাম বাবা প্রথম পুরস্কার অর্থাৎ এক কোটি টাকা পেয়েছে। এই টাকা নিয়ে আমরা ভালো বাড়ি করব।
ভাতার বাজারে প্রথম পুরস্কার অর্থাৎ এক কোটি টাকা পড়ায় খুশির হাওয়া।
205 12,89,834