সাধন মন্ডল
আজ প্রায় তিন বছর ধরে কংসাবতী ক্যানেলের লকগেট ভেঙ্গে পড়ে রয়েছে সারানোর কোন মাথাব্যথা নেই কংসাবতী সেচ বিভাগ বা প্রশাসনের উদাসীন সকলেই। কংসাবতী জলাধার থেকে যে মূল ক্যানেল টি ডাকাই, পিমোড়, সারেঙ্গার উপর দিয়ে মেদিনীপুরে গিয়েছে এই মূল ক্যানেলের ন নম্বর শাখা কেনেল। যেটি মৌকুড়া থেকে বের হয়ে পান্চুর, চাকনাড়া, বাসুদেবপুর, বানপুর বেনাশুলীর উপর দিয়ে গুড়েপাড়ায় গিয়ে শেষ হয়েছে সেই শাখা ক্যানেলটির বাসুদেব পুর মৌজার উপর যে লকগেটটি রয়েছে তা ভেঙে পড়েছে আজ প্রায় তিন বছর হল। চাষীদের চাষের কাজে জলসেচ করতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। সেচ খালের মধ্য দিয়ে জল চলে যায় অথচ জলের অভাবে চাষ মার খায়। বাসুদেবপুরের ক্যানেল গেট টির উপর নির্ভর করে বাসুদেবপুর ধরমপুর, কাঠগোড়া,যাদুরগোড়া সহ বেশ কয়েকটি মৌজার প্রায় পাঁচশো বিঘা জমির ধান চাষ নির্ভর করে। চাষী গুরুপদ মন্ডল বলেন আজ দীর্ঘদিন আমাদের এই ক্যানেল গেট ভেঙে পড়েছে সারানোর কোনো উদ্যোগ নেই কারো। গ্রামবাসীদের পক্ষে সারানোসম্ভব নয়। এব্যাপারে সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে জানান এটা সংস্কার হয়ে গেছে সম্প্রতি হয়তো ভেঙ্গেছে খোঁজ নিয়ে দেখছি। চাষী বিমল টুডু বলেন অবিলম্বে যদি এই ক্যানেল গেট টি সারানো না হয় তাহলে আগামী দিনে পথ অবরোধ করতে বাধ্য থাকবে এলাকার চাষীরা।