সাধন মন্ডল,
পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে রায়পুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় তিনদিনের আদিবাসী মেলা জমে উঠেছে। আজ ছিল তাঁর দ্বিতীয় দিন এদিন ব্লক এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা গুলির মধ্যে উল্লেখযোগ্য তীর নিক্ষেপ, ভলিবল, পাতা, বাহা, সহরায় নৃত্য প্রতিযোগিতা। তীর নিক্ষেপ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে শ্রাবণ সরেন, সবিনা হেমরম, পরিমল হাঁসদা মহিলা বিভাগে অর্চনা মান্ডি, মহালি মান্ডি, দিপালী হেমরম, ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী হয় আয়ো উমুল গাঁওতা এবং বিজিত গাড় পাহাড় ভলিবল টিম। প্রতিযোগিতায় জয়ীদের হাতে মেডেল ও পুরস্কার তুলে দেন রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সর্দার সভাপতি সুলেখা মাহাতো সমাজসেবী গণেশ মাহাতো বিশিষ্ট চিকিৎসক বিমল হাঁসদা, রামদাস মুর্মু, কালিপদর সরেন, রাজীব হাঁসদা প্রমূখ। অনুষ্ঠান গুলি পরিচালনা করেন রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের কর্মী ও সংগীতশিল্পী অমিতাভ সেনগুপ্ত।