সুরজ প্রসাদ,
বর্ধমান পৌরসভার পক্ষ থেকে রবিবার বর্ধমান পৌরসভার অন্তগত সমস্ত ওয়ার্ডের ৮৪হাজার বাড়িতে পার্সপোলিও টিকাকরন দেওয়া হলো ।জিরো থেকে ৫বছরের শিশু পর্যন্ত এই টিকাখরন খাওয়ানো হলো এদিন । প্রত্যেকবছর ১২৭টির মতো বুথ হয় এই বর্ধমান শহরে পার্সপোলিও টিকা খাওয়ানোর জন্য শিশুদের ।কিন্তু এবারে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি করোনা জন্য কনো বুথ করা হয়নি ।তারজন্য বাড়ি বাড়ি গিয়ে পত্যেকে খাওয়ানো হচ্ছে ।পাশাপাশি কিছু ট্রানজিট বুথ করা হয়েছে শহরে যেমন শহরের প্রানকেন্দ্র কার্জনগেট,পারবিরহাটা,শহ এরকম বেশ কিছু জায়গায় বুথ করা হয়েছে যারা ভ্রাম্যমাণ বা বাসে যেসমস্ত শিশুরা রয়েছে তাদের খাওয়াচ্ছে পৌর কর্মীরা ।মোট ২৬হাজার শিশুকে খাওয়ানো হবে এই টিকা।তার সাথে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের হাতে চকলেট এবং খেলনা তুলে দেওয়া হয়।
426 12,89,834