আমিরুল ইসলাম,
মুখ্যমন্ত্রী কে অপমান ও সঞ্জিত ঘোষের খুনের প্রতিবাদে বাইক মিছিল মঙ্গলকোটের শিমুলিয়া 2 অঞ্চলে।
গত 23 শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর সামনেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে অপমান ও তৃণমূল নেতা সঞ্জিত ঘোষের খুনের প্রতিবাদে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে শিমুলিয়া 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ একটি বাইক মিছিল করা হয়।
প্রায় ২৫০ টি বাইক এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে।
শিমুলিয়া দু নম্বর অঞ্চলের ইচ্ছা বটগ্রাম বাস স্ট্যান্ড থেকে এই বাইক রেলী শুরু হয়, গোটা অঞ্চল ঘুরে খুদরুন বাসস্ট্যান্ডে এই বাইক মিছিল শেষ হয়।
শিমুলিয়া 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রসাদ রায় জানান, আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডলের নির্দেশে ও অপূর্ব চৌধুরীর কথামত আমরা আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপমানের জবাব দিতে বাইক মিছিল করলাম, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্চিত ঘোষের নৃশংস খুনের জানিয়ে এই বাইক মিছিল আমরা করেছি। আজকে শত শত মানুষ ধিক্কার জানিয়ে এই বাইক মিছিলে অংশগ্রহণ করেছে।
265 12,89,834