সেখ সামসুদ্দিন,
পূর্ব বর্ধমান জিলা পরিষদ ২০২১-২২ সালের ঘাটতি শূন্য বাজেট পেশ করে। বাজেটে আয় ৭১৬,০৮,৮৩,৩৭৫ টাকা, প্রারম্ভিক স্থিতি ১৯৯,৭২,২২,৯৩৭ টাকা ও ব্যয় ৬৯৭,৭৮,৩৮,৩৭৫ টাকা ও সমাপনস্থিতি ২১৮,০২,৬৭,৯৩৭ টাকা। উভয়দিকে ৯১৫,৮১,০৬,৩১২ টাকা দেখিয়ে ঘাটতি শূন্য বাজেট ঘোষণা করা হয়। অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতির জন্য মোট বরাদ্দ ৯৫,০৫,৪০,১৯১ টাকা, জনস্বাস্থ্য পরিবেশের জন্য মোট ৩৮৪,৭৮,২৭,৯২০ টাকা, পূর্ত্তকার্য্য পরিবহনে মোট ৩৪১,৪৬,৪৪,৪২৩ টাকা, কৃষি সেচ ও সমবায় এর জন্য মোট ১৯,৩০,১৩,৩৯৭ টাকা, শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির জন্য মোট ২৫,৭৮,১৬,০৭৬ টাকা, নারী শিশু উন্নয়ন, জনকল্যাণ ত্রাণে মোট ২৫,৮৪,২১,৪৩৫ টাকা, বন ও ভূমি সংস্কারে ১১,৫৪,০৮,০৩৮, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশে মোট ১৫,৭৭,১০,৭১৭ টাকা, খাদ্য সরবরাহে ১৮,৫৫,১৩,৩৯৭ টাকা, ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তিতে ১৩,৭২,১০,৭১৮ টাকা মিলিয়ে মোট ৯১৫,৮১,০৬,৩১২ টাকা ঘোষণা করা হয়। বাজেট ঘোষনায় মিডিয়ার সামনে উপস্থিত ছিলেন সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি দেবু টুডু, কো-মেন্টর অধ্যাপক আবুল হাসেম মন্ডল, কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, বাগবুল ইসলাম, মেহেবুব মন্ডল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
237 12,89,834