জ্যোতিপ্রকাশ মুখার্জি,
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গত ২৬ শে জানুয়ারি পূর্ব বর্ধমানের জামালপুর নেতাজী এ্যাথলেটিক ক্লাব তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। ক্লাব ময়দানে আয়োজিত স্বল্প দৈর্ঘ্যের দৌড় প্রতিযোগিতা সহ নানা বিভাগে এলাকার পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করে।
আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ক্লাবের শাখা সংগঠন 'পুরোদীপ সব পেয়েছির আসর'-এর 'কুঁড়ি থেকে ফোটা ফুল' শিশুদের কুচকাওয়াজ, নৃত্য, নাটক, জিমন্যাস্টিক, ব্যায়াম, নানা ধরনের ড্রিল সহ বিভিন্ন শারীরিক কলাকৌশল প্রদর্শন। শতাধিক শিশু কর্তৃক প্রদর্শিত এইসব কৌশল উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রসঙ্গত মাঝখানের ৫-৬ বছর বাদ দিলে ১৯৭১ সাল থেকে এই সংস্হাটি শিশুদের সার্বিক বিকাশের জন্য কাজ করে চলেছে।
সংগঠনের প্রাণপুরুষ শুকদেব ভাণ্ডারী বললেন - পড়াশোনার পাশাপাশি শিশুদের দৈহিক ও মানসিক বিকাশ হলো আমাদের মূল লক্ষ্য।
এর আগে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব মেহমুদ খান, জামালপুর ১-নং গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সেখ সাহাবুদ্দিন মণ্ডল, পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ভূতনাথ মল্লিক সহ এলাকার বহু বিশিষ্ট ও সাধারণ মানুষ।
ক্লাব সম্পাদক মিলন চন্দ্র বললেন - এলাকার মানুষদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি।
233 12,89,834