সুরজ প্রসাদ,
বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের র্যালির পাল্টা র্যালি করল তৃণমূল। দিন কয়েক আগেই মেমারিতে পদযাত্রা করেন বিজেপি নেতারা রাজু বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথে নেতৃত্বে পদযাত্রা করল তৃণমূল। রোড শো মেমারি কলেজ মোড় শুরু হয়ে চেকপোস্ট এলাকায় শেষ হয় । মিছিল শেষে বামুন পাড়া মোড়ে পথসভা হয় । বক্তব্য রাখেন, মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক নার্গিস বেগম, মধুসূদন ভট্টাচার্য, সুপ্রিয় সামন্ত, অচিন্ত চ্যাটারজী, আশীষ ঘোষ দস্তিদার, স্বপন ঘোষাল প্রমুখ। স্বপন দেবনাথ বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুর প্রসঙ্গে বলেন, প্রথমে ভাঙচুরের ঘটনায় শাসক দলের দিকে আঙ্গুল তোলা হচ্ছিল। কিন্তু, রাজ্য বিজেপি জেলার সভাপতি সহ জনকে শোকজ করেছে অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল যে বিজেপি নিজেই নিজের ঘর ভেঙেছে