সুরজ প্রসাদ,
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে জাতীয় ভোটার দিবস পালন করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। নিউ কালেক্টরেট বিল্ডিং প্রাঙ্গনে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ২৫জন নতুন ভোটারের সাথে ৩জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে ভোটার কার্ড তুলে দেন জেলাশাসক মহঃ এনাউর রহমান। জেলার বিভিন্ন বুথ,বি.ডি.ও এবং এস.ডি.ও অফিস থেকে এদিন ভোটার কার্ড দেওয়া হচ্ছে। সেই সঙ্গে মৃত ব্যক্তি বা স্থান পরিবর্তনকারী এই রকম ৩৮হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক। এছাড়া, জেলা ১৬টি বিধানসভায় নাম নথিভূক্ত করণের কাজে যুক্ত ব্যক্তিদের মধ্যে ভালো কাজ করা ব্যক্তিদের পুরষ্কৃত করা হয়েছে জেলাপ্রশাসনের পক্ষ থেকে বলে তিনি জানান।
136 12,89,834