সুরজ প্রসাদ,
হাসপাতালে বিছানায় শুয়ে বিডিও সহযোগিতায় স্বাস্থ্য সাথীর কার্ড হাতে পেলেন রুগী। ফুসফুসের সংক্রমণ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তী গলসী পঞ্চায়েতের বাসিন্দা সুলেখা আকুড়ে। আর্থীক সংগতি না থাকায় অস্ত্রোপচার করাতে পারছিলো না আকুড়ে পরিবার। তারা গলসী-২ এর বিডিও কাছে নিজেদের আর্থিক অসংগতির কথা জানিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য দারস্ত হন। সুলেখা দেবীর চিকিৎসার কথা মাথায় রেখে বিডিও সংশিলষ্ট লোকজন নিয়ে বর্ধমান হাসপাতালে হাজির হন এবং কার্ড সুলেখা দেবীর হাতে তুলে দেন বলে জানায় স্বামী সমির আকুড়ে। বিডিও সঞ্জিব সেন বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ কেউ বিনামূল্যে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।এই জন্য পরিবারের আর্থিক অনটনের কথা জানতে পেরে ততক্ষনাত পদক্ষেপ নেওয়া হয়। সুলেখা দেবীর স্বামী বলেন, আর্থিক অনটনের জন্য স্ত্রীর চিকিৎসা করাতে পারছিলাম না। হাসপাতালে ভর্তীর পর অস্ত্রোপচার কথা শুনে চিন্তায় পড়ে গিয়েছিলাম। বিডিও সাহেবের তৎপরতায় স্ত্রীর চিকিৎসা করাতে খুব খুশি। এর জন্য মুখ্যমন্ত্রী কে জানাই অশেষ ধন্যবাদ
114 12,89,834