সাধন মন্ডল,
সারাদেশের সাথে জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় ভোটার দিবস। আজ সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয় থেকে পঁচিশ জন নতুন ভোটারের হাতে তাদের সচিত্র ভোটার পরিচয় পত্র তুলে দেওয়া হল এবং নতুন ভোটারদের নির্বাচন কমিশনের একটি অ্যাপস ডাউনলোড করার অনুরোধ জানানো হয়েছে, তা থেকে ভোটাররা নানান বিষয়ে জানতে পারবেন অ্যাপটি ডাউনলোড করা থাকলে। সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম নতুন ভোটারদের হাতে সচিত্র ভোটার পরিচয় পত্র তুলে দেন কার্যালয়সংলগ্ন সোনার তরী সভাগৃহে। পরিচয় পত্র তুলে দিয়ে তিনি বলেন ব্লক এলাকার সমস্ত বি এল ও দের নির্দেশ দেওয়া হয়েছে এলাকার প্রতিটি বুথে অন্তত 50 জন ভোটারের মোবাইল নাম্বারে নির্বাচন কমিশনের অ্যাপসটি ডাউনলোড করে দেওয়ার জন্য, যেখানে ভোটাররা ভোট সংক্রান্ত যে কোন সমস্যা সমাধান পাবেন।