নিগ্রহ,
অন্তরা সিংহরায়,
পরিধান করেছি সৌখিনতা , আধুনিকত্ব ,ভদ্রতা ।
শিক্ষিত হই বা অশিক্ষিত দৃষ্টি ক্ষুধায় গভীরের নগ্নতা।
নারী বক্ষের ভাঁজ অথবা তার নিতম্বের উচ্চতার স্পর্শানুভূতিতে খুঁজে নেব সাময়িক তৃপ্তি ।
আর হাজারো কামুকতা ফণা তুলে থাকবে অতৃপ্তির চাহিদাতে।
তারপর একদিন অন্ধকার নির্জনে শিকারীর মতো ঝাঁপিয়ে পড়বে আমার পুরুষত্ব ।
রক্তাক্ত হয়ে উঠবে কোন নিরপরাধ নারী শরীর ।
তারপর ,,,,
আমি পুরুষ , দেশের আইনে রক্ষা পাবোই একদিন।
512 12,89,834