বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি জানিয়ে সিপিআই-এম কর্মীদের বিক্ষোভ
কাজল মিত্র,
:- বেকার যুবকদের চাকরির দাবি জানিয়ে সিপিআই-এম এর যুব সংগঠন ডিআইআইএফআই-এর পক্ষ থেকে জামুড়িয়া শিল্প অঞ্চল বিজয়নগর এলাকার একটি বেসরকারী কারখানার গেটের সামনে কিছুটা ধর্ণা প্রদর্শন করেন।এবং কর্মীদের উত্তেজনা দেখা দেয়। ডিওয়াইএফআই অজয় পশ্চিম কমিটির আহ্বানে জামুড়িয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় স্থানীয় জনগণকে চাকরি দেওয়ার দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হচ্ছে। তবে তারা অভিযোগ করে যে কারখানার গেটে ওই কারখানার ম্যানেজমেন্ট তাদের ঢুকতে না দিয়ে গেটে আটকে দেয়।এর ফলে কারখানা প্রবন্ধক এর সাথে ডিআইএফআই সদস্যদের বিতর্ক শুরু হয়।তারা গেট খুলে কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করতে থাকে।পরে কারখানা কর্তৃপক্ষ এর সাথে আলাপ আলোচনার পর পরিস্থিতি সামাল হয় ।অবশেষে চার জনের একটি প্রতিনিধি দল কারখানার ভিতরে গিয়ে কারখানা কর্তৃপক্ষ এর কাছে একটি স্মারকলিপি জমা দেয়। ডিওয়াইএফআইয়ের পশ্চিম কমিটির সেক্রেটারি বুদ্ধদেব রাজাক অভিযোগ করেন যে এর পরেও কারখানা পরিচালন কর্মসূচীটি সম্পর্কে এই প্রোগ্রাম সম্পর্কে অবহিত করা হয়েছিল, ব্যবস্থাপনা স্মারকলিপি নিতে অস্বীকার করেন। কারখানার পক্ষ থেকে তাদের জানানো হয়েছিল যে কারখানায় কোনও উচ্চ আধিকারিক নেই। বুদ্ধদেব রজাক অভিযোগ করেন, কারখানার দূষণ ও বর্জ্যের কারণে স্থানীয় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যার কারণে এলাকার মানুষ বিভিন্ন রোগে ভুগছেন। স্থানীয় যুবকদের নিয়োগের বিষয়ে কারখানায় পক্ষ থেকে একাধিকবার আবেদন করা হলে কোন ফল হয় নি। তারা বলেন যে স্থানীয় যুবকদের যদি এখানে কারখানায় কর্মসংস্থান না দেওয়া হয় তবে তারা কোথায় যাবে।তিনি বলেন, স্থানীয় যুবকদের যত তাড়াতাড়ি সম্ভব কর্মসংস্থান দিতে হবে তা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে ।সংস্থার তরফে সুপার স্যামেল্ট লিমিটেড, মান ইস্পাত লিমিটেড, ভগবত কারখানা, শ্যামসেল ফ্যাক্টরি, গগন ফেরারট্যাকের মতো কারখানায় কর্মসংস্থানের দাবিতে জামুড়িয়া বাসস্ট্যান্ড থেকে ৬০টি মোটরসাইকেল রেলী করে কারখানার গেটের সামনে পৌঁছাই ।