কাজল মিত্র,
নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী পরক্রম দিবস হিসাবে পালিত হল
আসানসোল দক্ষিণ বিধানসভায় ভারতীয় জনতা যুব মোর্চা মন্ডল ২ এর পক্ষে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপিত হল বার্নপুর হাসপাতালে। বিজেপিরপক্ষ থেকে এই দিনটিতে হাসপাতালের রোগীদের মধ্যে। ফল বিতরণ ও সাইকেল রেলির মধ্যদিয়ে পরক্রম দিবস হিসাবে পালিত ।সাইকেল র্যালি চিত্রা মোড় থেকে শুরু হয়ে কৈলাপুরে এসে শেষ হয়েছিল। কয়েকশ যুবক এই সাইকেল শোভাযাত্রায় যোগ দিয়েছিল। ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য পশ্চিম বর্ধমানের বার্নপুরের ইসকো হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়েছিল। এছাড়াও সাইকেল রেলির আয়োজন করা হয়।এই মিছিল শেষে তিনি বলেন যে লাল ঝান্ডা ধারী বাম পন্থীরা নেতাজিকে শ্রদ্ধা করতনা বরঞ্চ তাকে বিভিন্ন ভাবে অপমানিত করত। বামেরা নেতাজিকে কখনও সম্মান করেননি।তবে এতদিনে অন্যান্য রাজনীতি দলের দেখে বামপন্থীরাও আজ নেতাজির জন্মদিন উদযাপন করেছেন। শোভাযাত্রায় আসানসোল দক্ষিণ বিধানসভা বিজেপি যুব মোর্চা মণ্ডল 2 এর কয়েকশ নেতাকর্মী ও নেতারা অংশ নিয়েছিলেন। অন্যদিকে, একটি মোটরসাইকেল শোভাযাত্রা আসানসোল মন্ডল 2 এর সভাপতি সুদীপ চৌধুরির নেতৃত্বে ছিল। মোটরসাইকেলের র্যালিটি কালীপাহাড়ীর ছাম্পদী থেকে জিটি রোড হয়ে ভগত সিং মোড় হয়ে কল্যাণপুর হয়ে, ধাদকা স্কুল হয়ে মহাংসুহ টার্ন হয়ে ট্র্যাফিক কলোনির নেতাজির স্ট্যাচুর সামনে এসে শেষ হয়। এ উপলক্ষে নেতাজির মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সুদীপ চৌধুরীর নেতৃত্বে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণও করা হয়।
137 12,89,834