জ্যোতিপ্রকাশ মুখার্জি
একদিকে মমতা ব্যানার্জ্জীর উন্নয়নের ঢেউ অন্যদিকে অনুব্রত মণ্ডলের স্নেহধন্য স্হানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের এলাকায় বারবার উপস্থিতি – দুইয়ের মিলিত প্রভাবে পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপির ভাঙন অব্যাহত।
গত বছর ২৩ শে মে লোকসভা ভোটের ফল বের হওয়ার পর ‘কাটমানি’র অভিযোগ ও বিক্ষুব্ধ তৃণমূলীদের চাপে আউশগ্রামে তৃণমূল কংগ্রেস কিছুটা দিশেহারা হয়ে পড়ে। স্বচ্ছ ভাবমূর্তির শহর সভাপতি কুশল মুখার্জ্জী যেমন ধীরে ধীরে গুসকরায় তৃণমূলের মাটি ফিরিয়ে আনেন তেমনি বিধায়কও নিজ বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে তৃণমূলের পায়ের তলার মাটি শক্ত করেন। তারই ফলশ্রুতিতে ২৭ শে জুলাই আউসগ্রাম ২নং ব্লকের রামনগর অঞ্চলের পল্লীশ্রী গ্রামে বিজেপি সমর্থক ২০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এছাড়াও রামনগর অঞ্চলের ১৬টি অাদিবাসী পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক স্বয়ং। এছাড়া উপস্থিত ছিলেন আউশগ্রাম ২নং ব্লক তৃণমূল কংগ্রেস নেতা রামকৃষ্ণ ঘোষ, শেখ আব্দুল লালন, আসগর শেখ সহ তৃণমূলের স্হানীয় নেতা-কর্মীরা।
তৃণমূলে যোগ দেওয়া পরিবারগুলি খুব খুশি। তাদের বক্তব্য তৃণমূলের উন্নয়ন ও বিধায়কের আন্তরিক ব্যবহার আমাদের তৃণমূলের দিকে টেনে এনেছে।
অন্যদিকে বিধায়ক বলেন – মাঝে সাময়িক কিছু সমস্যা হলেও আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এলাকায় পায়ের তলার মাটি আবার শক্ত করে ফেলেছি। এরজন্য তিনি তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীর ভূয়সী প্রশংসা করেন।