সেখ সামসুদ্দিন,
আজ দুপুরের দিকে পাল্লারোড জাতীয় সড়ক চৌমাথার মোড়ে একটি গাড়ির সাথে একটি পথচলতি হনুমানের দূর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সেখ আসিফ মারফত খবর পৌঁছায় পল্লীমঙ্গল সমিতির কাছে। হনুমানটির প্রাথমিক শুশ্রুষার পর পল্লীমঙ্গল সমিতির পক্ষ হতে যোগাযোগ করা হয় অতিরিক্ত জেলা মুখ্য বনপালের সাথে। বিস্তারিত জানানোর পর বন দপ্তরের উদ্যোগে টিম পাঠানো হয় দূর্ঘটনা স্থলে। উদ্ধার করা হয় হনুমানটিকে। হনুমানটিকে চিকিৎসার জন্য জেলা পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা মুখ্য বনপাল। পল্লীমঙ্গল সমিতির তরফে সম্পাদক সন্দীপন সরকার জানান “ছোট চার চাকার সাথে হনুমানটির দূর্ঘটনা ঘটে। পা ভেঙ্গে গেছে বলে দেখে মনে হচ্ছে, শরীরের অনত্রও চোট রয়েছে। বন দপ্তরের সদর্থক ও চটজলদি ভূমিকা প্রশংসার দাবী রাখে “