বীরভূম জেলায় বাইক রাইডিং গ্রুপ ‘ডেভিল ক্র্যাশার্স বাইকার্স অ্যাসোসিয়েশনের’ পক্ষ থেকে শীতকালে সারা জেলাজুড়ে অসহায় দরিদ্র মানুষদের ঠান্ডা থেকে কিছুটা নিস্তার দেওয়ার লক্ষ্যে বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে “প্রজেক্ট বীরভূম” নামে একটি কর্মসূচি। আজ প্রজেক্ট বীরভূমের দ্বিতীয় দিনে লাভপুর সংলগ্ন কাদোয়া আদিবাসী পাড়া এবং সহুরাপুর গ্রামে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হলো। কিছু ছাত্র-ছাত্রীদের মিলিত সমন্বয়ে এই উদ্যোগ। এই সময় শীতবস্ত্র হাতে পেয়ে স্বভাবতই খুশি দরিদ্র মানুষেরা।
121 12,89,834