বীর নেতাজী,
স্বপ্না ব্যানার্জ্জী,
এ শহরের বুকে আমি
পরিবর্তিত, কাজ বেয়ে চলি
অজানা পথে হাঁটতে থাকি
বাদী বিবাদীর কণ্ঠস্বর শুনি
দেওয়ালের গায়ে বারুদ ছবি ছাপা হয়,
লাঠি টুপি চলমান, তার জীবন একটাই
শির দাঁড়ায় ভয় নেই বিষাদ জমে থাকে,
লড়াইটা চালিয়ে যাচ্ছে এখনো
দূর্বলতা গ্রাস করেও হিম্মত হারায়নি সে
জীবনের প্রতি পদে পদে অজস্র আঘাত আর বেদনা
আর চোরা গোপ্তা শব্দ, গঞ্জনা সহ্য করেও
লড়ে যাচ্ছে আজও প্রতিটি স্বাধীনতা সংগ্রামীর মনে,
আচ্ছা দাঙ্গা মানে কি ?
দাঙ্গা মানে মান আর হুঁশের লড়াই, সুতোয় বাঁধা মনুষ্যত্ব
সারা দেশে শুধু মিছিল আর মিছিল
লাল সবুজ পতাকা বুকে, জাতির আকাশ আজ ভয় শুন্য
১৮৯৭ সালের সেই সুন্দর আশীর্বাদী দিন ২৩ শে জানুয়ারি জন্মেছিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক দেশপ্রেমিক।
তোমার অস্তিত্বে আজ রক্তমাখা সুখ,
তোমার আত্মত্যাগে সেদিনের স্বাধীনতা আজ ইতিহাস
হে বীর বিপ্লবী “নেতাজী সুভাষচন্দ্র বোস”
তোমায় প্রণাম,
তোমার মতো প্রতিভার যেন মৃত্যু না হয়….