ঐশিক সেন,
নেতাজি জন্ম তিথি তে দুর্গাপুরের এরিয়ান ক্লাবের উদ্যোগে সুনীল মুখার্জি মেমোরিয়াল গ্রাউন্ড উদ্বোধন করতে এলেন ভারতবর্ষের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার বিকাশ পাজি, গৌতম সরকার, সুমিত মুখার্জি ও সমরেশ চৌধুরী , মাঠ টিকে নবরূপে সাজাতে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, উপস্থিত আছেন আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান তাপস ব্যানার্জি মহাশয় 24 নম্বর ওয়ার্ডের এলাকার কাউন্সিলর লাভলী রায় ও বিধায়ক বিশ্বনাথ পারিয়াল l