নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিন উপলক্ষে বীরভূমের কীর্ণাহারে নানুরের বিধায়ক শ্যামলী প্রধানের এলাকা উন্নয়ন তহবিল থেকে 8 লক্ষ টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় তরুণ সমিতি কর্তৃপক্ষের হাতে। আজ সেই অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হলো। ইতিমধ্যেই কীর্ণাহার তরুণ সমিতির রয়েছে তিনটি অ্যাম্বুলেন্স। মোট চারটি অ্যাম্বুলেন্স প্রতিনিয়ত আপৎকালীন পরিষেবা দিয়ে চলেছে। নতুন এই অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সটি ন্যূনতম খরচেই আপৎকালীন পরিষেবা নেওয়ার সুযোগ পাবে সব ধরনের মানুষই। ইতিমধ্যেই এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে নজির সৃষ্টি করেছে তরুণ সমিতি।
185 12,89,834