আজ রাজ্য পুলিশের তরফে বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার বদলী হয়।এর মধ্যে পুরুলিয়া জেলার নতুন পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো মহাশয় আজ পুরুলিয়াতে জয়েন্ট করলেন।
কাজল মিত্র, চিত্তরঞ্জন থানার অন্তর্গত এক নম্বর গেট সংলগ্ন এলাকার জঙ্গলে এক যুবকের মৃতদেহ উদ্ধার।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যাক্তি সকালে প্রাতঃভ্রমণের সময় বেসরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের পাশের জঙ্গলে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়।মৃতদেহটির পরিচয় জানা না গেলেও পুলিশের অনুমান এই যুবকের বয়স ২৫ বছর।সেই দেখে স্থানীয়রা চিত্তরঞ্জন থানার পুলিশকে খবর দেওয়া হয়। […]
সেখ সামসুদ্দিন , পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ ও পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির যৌথ উদ্যোগে হেল্প সংস্থার সহযোগিতায় বর্ধমানের পোলেমপুর সংলগ্ন সড়কে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির করা হয়। ট্রাকচালক, বাইক চালকদের সচেতন করার পাশাপাশি প্রত্যেককে মাস্ক ও স্যানেটাইজার প্রদান করা হয়, জাতীয় সড়ক সহ নানা রাস্তায় পুজোর সময়ে নো এন্ট্রি সম্পর্কে সচেতন করা হয়। […]
খায়রুল আনাম, বীরভূম : সাঁইথিয়ার মাঠপলশার শেখ বাবুর লোহার দোকানে রাতে সিঁদ কেটে নগদ অর্থ-সহ সাড়ে ৫ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়ে গিয়েছে। দোকানের সিসিটিভি ক্যামেরায় এক দুষ্কৃতকারীকে ক্যাশ বাক্স ভাঙতেও দেখা গিয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে বলে সাঁইথিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।। 132 12,89,834 Post Views: 204