সুরজ প্রসাদ,
বর্ধমানে নতুন তনিক্স স্বর্ন শোরুম উদ্বোধন হলো শুক্রবার। অন্যান্য স্বর্ন শোরুমের পাশাপাশি টাটা গোষ্ঠীও তাদের এই নতুন শোরুম টি খুললো শহরে। উদ্বোধন করেন টলিউডের জনপ্রীয় নায়িকা মিমি চক্রবর্তী। উপস্থিত ছিলেন তানিক্সের রিজিওনাল বিসনেস হেড(ইষ্ট) অনির্বাণ ব্যানার্জি, অমিত ধারাপ সহ অন্যান্যরা। এই স্বর্ন শোরুম টি টাটা গোষ্ঠীর ৩৫৮তম হলেও পশ্চিমবঙ্গে ২৮তম শোরুম টি হলো বর্ধমানে। তাদের তৈরী স্বর্ন অলঙ্কার নকশা ও গুনগতমানই তাদের সকলের থেকে শ্রেষ্ঠ তৈরী করে বলে জানান, তনিক্স কর্তৃপক্ষ । এদিন অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, বর্ধমানে বহুবার এলেও তনিক্সের শোরুম উদ্বোধনে প্রথম এলাম। তনিক্সের সোনার অলঙ্কার আমার ভালো লাগে,ও ব্যবহার করি বলেই এই কোম্পানির ব্রান্ডএম্বেসেডোর হিসাবে যুক্ত হয়েছি বলে জানান মিমি। আমার এই কোম্পানির অলঙ্কার গুনগতমানের মনে হয় বলেই সকলকে বিশ্বাস রেখে কেনাকাটা করতে বলবো।
244 12,89,834