খায়রুল আনাম (সম্পাদক সাপ্তাহিক বীরভূমের কথা )
জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে আলোর দ্যুতি
শিশুদের মধ্যেই যে জাতির ভবিষ্যৎ সম্ভাবনার বীজ লুকিয়ে রয়েছে, তারই দ্যুতি ১১ জন শিশু বিজ্ঞানী ২০ জানুয়ারি বীরভূমের বোলপুরে ইনস্টিটিউট অফ টোটাল এডুকেশন সেন্টারে তাদের বিজ্ঞান গবেষণাপত্র ভার্চুয়াল পদ্ধতিতে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরলো সুচারুভাবে। এই প্রকল্পগুলির উপস্থাপন পর্বে উপস্থিত থেকেছেন অধ্যাপক অজয় রায়, অধ্যাপক শিবাজি রাহা, অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় প্রমুখ। একেবারে মাটিতে নেমে কাজ করে কয়থা উচ্চ বিদ্যালয়ের ১৩ বছরের ছাত্রী অনন্যা ভুঁঁইমালি মানুষের সাধারণ খাদ্য ভুট্টার খোসা থেকে যে সমস্ত উপাদান পাওয়া যায় তা ব্যাখ্যা করতে গিয়ে দেখায়, ভুট্টার খোসায় ওজন ও আর্দ্রতা কমলেও পরে তা কী ভাবে স্বাভাবিক হয়ে ওঠে সেই চিত্র। পরিবারের প্রধান বাবা সামান্য আয়ের দিশা খুঁঁজতে অধিকাংশ সময়ই ভিন রাজ্যে পড়ে থাকেন। বাড়ীতে গৃহকর্ত্রী মা, দাদু, দিদা আর চার বোনের মধ্যে বড় এই এক রত্তি মেয়ের বুক জুড়ে সফলতাকে স্পর্শ করার যে স্পর্ধা তারমধ্যে দিয়েই সে ভুট্টার খোসার মধ্যে দিয়েই দেখতে চাইছে জীবনের পরিপূর্ণতার দানা দানা সাফল্যকে। মুরারই এ কে ইনস্টিটিউটের ছাত্রী মোনালিসা চট্টোপাধ্যায় ৫০ জন কৃষকের সাথে সরাসরি কথা বলে ভারতের চিত্রপটে কৃষিকাজ এবং পরিবেশের উপরে আবহাওয়ার প্রভাব, মৌসুমি বায়ু এবং বৃষ্টির খামখেয়ালিপনার ফলে ধান, আলু-সহ অন্যান্য চাষে বিলম্ব ঘটার ফলে কৃষিজীবীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাতে, তাঁদের আরও বেশি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের দিকে মনোযোগী হওয়ার তথ্যই তুলে ধরে। চৌদ্দ বছরের দশম শ্রেণির ছাত্রী বর্ষা দত্ত সমাজের প্রান্তিক শ্রেণির আদিবাসী সমাজের মানুষজন প্রাকৃতিক রঙ ব্যবহারের মধ্যে দিয়ে যেভাবে কৃত্রিম রঙের ব্যবহার কমিয়ে দূষণমুক্ত জীবনযাপন করে চলেছে তার চিত্র তুলে ধরতে গিয়ে বিভিন্ন গাছের ছাল, ফুল, অপরাজিতা, পলাশ, সেগুন, শিউলি, হরিতকি, হলুদের কথা এবং তার বিজ্ঞানভিত্তিক চিত্র তুলে ধরে সাবলীলভাবে। ন্যাশনাল চিল্ড্রেনস্ সাইন্স কংগ্রেসের যুগ্ম জেলা সমন্বয়ক ড. সুপ্রিয় সাধু ও তারক বন্দ্যোপাধ্যায় জানান, এই ধরনের প্রচেষ্টার মধ্যে দিয়ে তাঁরা ভবিষ্যতের পথটাই সুগম করতে চাইছেন।।
ছবি : অনুষ্ঠানে এক ছাত্রী।
111 12,89,834