সাধন মন্ডল,
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর এর উদ্যোগে সারেঙ্গা ব্লকের সহযোগিতায় আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা সারেঙ্গা ব্লকের চিলতোড় অঞ্চলের বাঁশকোপা গ্রামে অনুষ্ঠিত হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র, তৃণমূল নেতা শিক্ষক অরুণ কুমার মান্ডি, আদিবাসী শিল্পী তথা মোড়ল চুনারাম সরেন, তৃণমূল নেতৃত্ব অমর লোহার,চিলতোড় গ্রাম পঞ্চায়েত প্রধান শুভেন্দু মুর্মু, ডাক্তার বিশ্বনাথ মন্ডল, শিক্ষক বল রাম বাস্কে সহ এলাকার বিশিষ্ট মানুষজন। আজ বুধবার রাত্রি আটটা নাগাদ অলচিকি লিপির স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু। অনুষ্ঠানে আদিবাসী সমাজের রীতি-নীতি মেনে আদিবাসীদের প্রথায় উপস্থিত অতিথিদের বরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বর্তমান মাটি মানুষের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুলির কথা বারে বারে তুলে ধরেন এবং যারা এখনও বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো থেকে বঞ্চিত হয়েছেন তাদের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করেন ও বলেন সরকার সদাসর্বদা আপনাদের পাশে আছেন।
133 12,89,834