সাধন মন্ডল,
দুয়ারে সরকারের পর পাড়ায় পাড়ায় সমাধান ঘরে ঘরে সরকার প্রকল্পে রায়পুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথটুডু বিধানসভা এলাকার গ্রামে গ্রামে বুথে বুথে মানুষের দুয়ারে হাজির হচ্ছেন। পাড়া বৈঠকের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে মা মাটি মানুষের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬০ টিরও বেশি উন্নয়নমুখী প্রকল্পের কথা তুলে ধরছেন। বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু অতীতের কথা স্মরণ করিয়ে বলেছেন বিগত বাম আমলে সাধারণ মানুষের কতটা উন্নয়ন ঘটে ছিল আর এই দশ বছরে মা মাটি মানুষের সরকারের উন্নয়ন কোথায় গিয়ে পৌঁছেছে তা নিজেরাই বিচার করে মানবিক মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন। আজ সারেঙ্গা ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী প্রধান গ্রাম সাঁকারিয়া গ্রামে হাজির হয়েছিলেন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু সঙ্গে ছিলেন বিক্রমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ও অঞ্চল তৃণমূল নেতৃত্ব। বিধায়ক বলেন আগামী 21 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছি। আমাদের লক্ষ্য বাঁকুড়া জেলার বারোটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব।। বিগত লোকসভা ভোটে এলাকার মানুষকে বিজেপি ভুল বুঝিয়ে ছিলো মানুষ এখন তাদের ভুল বুঝতে পেরেছে তারা আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন।
121 12,89,834