ওয়াসিম বারি,
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের রঘুদেবপুর অন্চলে স্বাস্থ্যসাথী কাডে’র ব্যাপারে ছবি তোলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত অফিসে। 20শে জানুয়ারী বৃহস্পতিবার, বিধায়ক ইদ্রিশ আলি অন্চল অফিসে যান, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, মুখমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কথা তুলে ধরেন ।সকল মানুষই পুরুষ মহিলা সহ, মুখমন্ত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেন ।কেউ কেউ বলেই ফেলেন, আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে তূনমুল কংগ্রেস কে ভোট দেব ।
144 12,89,834