খায়রুল আনাম (সম্পাদক আয়না টেলি নিউজ )
নেতাজীর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে চাইছে ফরওয়ার্ড ব্লক
ভারতের স্বাধীনতা আন্দোলনের অকুতোভয় সংগ্রামী ‘আজাদ হিন্দ’ বাহিনীর সর্বাধিনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনটিকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করুক, এই দাবিই এবার জানালো তাঁর হাতে গড়া দল ফরওয়ার্ড ব্লক। কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক ২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করায়, তার তীব্র প্রতিবাদ করেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের অভিমত, রাজ্যের বামফ্রন্ট সরকার তাদের শেষের দিকে ২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনটিকে সরকারিভাবে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করে গিয়েছে। কেন্দ্রে বিজেপি সরকার এখন আবার সেই দিনটিকেই পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে। এর প্রতিবাদ জানিয়ে এবং ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিনটিকে কেন্দ্রীয় সরকার ‘দেশপ্রম দিবস’ হিসেবে যাতে ঘোষণা করে, তার দাবি জানিয়ে ফরওয়ার্ড ব্লক ওইদিন নেজাজী জন্মজয়ন্তী পালনের সাথে সাথে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হবে। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার সুভাষচন্দ্রকে নিয়ে ছিনিমিনি খেলছে। সে অধিকার তাদের নেই। কেন্দ্রের বিজেপি সরকারসাম্প্রদায়িক বিরোধী সুভাষচন্দ্র, দেশ প্রেমিক সুভাষচন্দ্রকে মানতে পারছে না। তাই তারা ধর্মের নামে অশান্তি লাগাচ্ছে, দেশকে বিক্রি করছে, তাই পরাক্রম দিবস ঘোষণা করেছে। এর প্রতিবাদে এবং নেতাজীর জন্মদিন ২৩ জানুয়ারি দেশপ্রেম দিবস পালনের দাবিতে তাঁরা রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করবেন ।।
147 12,89,834