সালানপুর মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে রুপনারায়নপুরে ডাবর মোডে “স্বচ্ছ ভারত অভিযান” পালন করা হলো
কাজল মিত্র,
: -মঙ্গলবার সালানপুর ৪ নং মন্ডল এর বিজেপি যুবমোর্চার পক্ষ থেকে রূপনারায়নপুর ডাবর মোড় বাসস্ট্যান্ড এ স্বচ্ছ অভিযান এর উদ্দেশে একটি সাফাই অভিযান চালানো হয়।এছাড়াও বাজার সংলগ্ন এলাকার ড্রেনগুলিতে ব্লিচিং পাউডার ছড়ানো হয়।
এই সাফাই অভিযানে সালানপুর মন্ডল ব্লক সভাপতি গোপাল রায় এর নেতৃত্বে সংগঠনের সকল কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা জানান,রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।তাই এলাকাগুলিতে সাফাই অভিযান চালানো হচ্ছে।
163 12,89,834