বারাবনির রেল ফাটকের সামনে লাইনচ্যুত হয়ে যায় এক মাল গাড়ির বগি:-
কাজল মিত্র,
অল্পের জন্য রক্ষা পেল মাল বোঝাই এক মালগাড়ি মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ জামুরিয়া হইতে সিতারামপুর যাওয়ার পথে বারাবনি রেল ফাটকের কাছে মালবোঝাই মালগাড়ি পেছনের বগিটি লাইনচ্যুত হয়ে যায় এবং ট্রেনের চালক ঘটনাটি বুঝতে পারার সঙ্গে সঙ্গে গাড়িটিকে দাঁড় করিয়ে দেয়।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উচ্চতর আধিকারিক ও আরপিএফরা পৌঁছায় এবং ঘটনাটি খতিয়ে দেখেন।এই মাল গাড়িটির লাইনচ্যুত হয়ে যাওয়ার ফলে ইসিএলের আইসিএমএল কোলিয়ারি কয়লা বোঝাই একটি মালগাড়ির আটকা পড়ে।
এই ঘটনার ফলে কোন রকম ক্ষয়ক্ষতি বা প্রাণহানির মত ঘটনা ঘটেনি।
89 12,89,834